ভালোবাসার মানুষের উপর খুব অভিমান তাই না ? ভীষণ রাগ? এই যে আপনার এতো রাগ, এতো অভিমান সেগুলো কি ওই মানুষটা দেখতে পাচ্ছে ? যার উপর এতো রাগ। কেমন হতো যদি আপনার রাগের ভাষা সে শুনতে পেতো। যদি আপনার অভিমানী চোখের কান্না সে বুঝতে পারতো। খুব ভালো হতো তাই না?

আপনার অভিমানী চোখের ভাষা অভিমানী কান্না যাতে ভালোবাসার মানুষ পর্যন্ত পৌঁছাতে পারেন। যাতে সেও বুঝতে পারে যে আপনি কতটা কষ্টে আছেন তাকে ছাড়া। সে জন্যই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। আমি ধরে নিলাম আমাদের লেখা "অভিমানী কষ্টের এস এম এস আপনাদের কাছে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ । এখানে আপনারা পাবেন ১০০+ বা তার বেশি বাংলা অভিমানী কষ্টের এস এম এস । আমার বিশ্বাস এর মধ্যে থেকেই আপনি আপনার প্রিয়জনকে  দেবার জন্য আপনাদের পছন্দের অভিমানী কষ্টের এস এম এস পেয়ে যাবেন।

New Bangla Sad SMS
New Bangla Sad SMS 



১।

প্রিয়, পরিস্থিতির  অজুহাতে যে হারিয়ে যায়।
সে কখনো তোমাকে ভালোই বাসেনি।


২।

একদিন চোখ গুলোও আমাকে অভিশাপ দিবে।
চোখগুলোকে প্রতিনিয়ত ভিজিয়ে রাখার জন্য।


৩।

- জীবনের সংজ্ঞাটা আজ বুঝতে পেরেছি।
- আর বলতে শিখে গেছি ভালো আছি।


৪।

- তোমার গল্পটা আমার জীবনে অসমাপ্তই রয়ে যাক ।
- সৃতিগুলা কষ্ট পাক মুহূর্তগুলা অমর থাক।


৫।

বেঈমান কখোনো কাঁদে না। আর,
স্বার্থপর কখোনো স্মৃতি মনে রাখে না।


৬।

- জীবনে সবকিছু চাইলেই পাওয়া যায় নাহ!
-বা কিছু জিনিস পাওয়ার আসাও করতে হয়না
- কিছু কিছু জিনিস ফেলেও যেতে হয়,
-নয়তো জীবনে স্বার্থকতা কিসে


৭।

আসলে পৃথিবীতে কেউই কারো নয়,
শুধু সুখে থাকার আশায় আর
কাছে টানার এক ব্যর্থ প্রত্যয়ে দূরে চলে যাওয়ার
এক বাস্তব অভিনয়। এইটুকুই আর কিচ্ছু না!


৮।

মন খারাপের দিন গুলো অনেক দীর্ঘ হয়।
তখন কাওকে কাছে পাওয়া যায়না।


৯।

আমার ভাগ্যটা এমনই
অল্প সময়ে কারো আপন হয়ে যায়।
অাবার অল্প সময়েই পরও হয়ে যায়।


১০।

মনে রাখবো তোমাকে চিরদিন ।
তুমি যেখানেই থাকো যত দিন ।
তোমাকে নিয়ে ঘুরবো স্মৃতির ঘর ।
যদিও তুমি হয়ে গেছো আমার পর ।
তবুও মিস করবো তোমায় জীবন ভর।


১১।

- একদিন আমি এমন ভাবে হারিয়ে যাবো.!
- তুমি Sorry বলার সুযোগটাও হয়তো পাবে নাহ.!


১২।

গভীর রাত কখনো বর্তমানের কথা বলে না,
কিছু ব্যর্থ অতীতকে মনে করিয়ে দেয়!!
আর অঝোরে কাঁদায় 


১৩।

ফেলে আসা এক নদীর ধারে।
খুজে বেড়াই আমি তারে ।
দেয়না দেখা আমায় কভু।
তার খেয়াল রেখো তুমি প্রভু।


১৪।

- আমিও ভালো থাকতাম।
- যদি একটু স্বার্থপর হয়ে জন্মাতাম।


১৫।

-তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে।
-কিন্তু দেখবে তুমি কাঁদলে,
-কেউ তোমার সাথে কাঁদবে না।
-আর এটাই হলো চিরন্তন বাস্তবতা


১৬।

পৃথিবীর সবচেয়ে নির্লজ্জবস্তু হলো কষ্ট ।
যতই তুমি তাকে দূরে রাখনা কেনো ,
সে বার- বার তোমার কাছে ফিরে আসবে !
সুখের কথা আর কী বলব !সেতো বড়ই স্বার্থপর


১৭।

একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে।
যখন সে দেখে সবাই তাকে ঠকায়।


১৮।

- প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেও ভুলে যায়
- আর আমি তো সাধারণ মানুষ..!


১৯।

জানি তুমিও একা, আমিও একা।
পার্থক্য হলো শুধু আমি কাঁদি,
তুমি কাঁদোনা !
তুমি ভাল আছো, আমি ভাল নাই..!!


২০।

- আমাদের জীবনে সবচেয়ে বড় অপরাধ.!
- কিছু অভিনয় বুঝতে না পারা.!


২১।

ভালবাসা নাকি হাসতে শিখায়!
তাহলে আমাকে কেন গভীর রাতে কাঁদতে হয়!


২২।

পাষান পৃথিবীর পাষান মানুষ ,
স্বার্থের বিনিময়ে সবাই বেহুশ,
দূরে গেলে অভিমান কাছে এলে অভিনয়,
মানুষ যে নিষ্ঠুর এটাই তার পরিচয়।


২৩।

- ছোট্ট একটা ভুলের কারনে যে
-অজুহাত দেখিয়ে চলে যায়!
- সে কখনো পাশে থাকার যোগ্য নয়!


২৪।

-অবহেলা পেতে- পেতে একসময়।
-মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয়।


২৫।

কিছু রাত কেটে যায় সপ্ন বিহিন।
কিছু আশা ভেঙ্গে যায় নিরবে।
কিছু সৃতি কাঁদিয়ে যায় আরালে।
কিছু মানুষ দুরে হারায় কিছু না বলে..!!


আপনি চাইলে আমাদের ভালোবাসার সিরিজ গল্প গুলোও পড়তে পারেন বা ভালোবাসার কষ্ট ব্রেকাপের গল্প বা আপনি যদি মনে করেন আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না তাহলে আমাদের সিদ্ধান্ত মূলক গল্প গুলোও পড়তে পারেন।  বাংলা গানের কষ্টের লিরিক্স ও আছে আপনি চাইলে দেখতে পারেন।