ধোঁকাবাজ প্রেমিকা - The Breakup Motivation

 ধোঁকাবাজ প্রেমিকা



ভাই যাকে আমি এতোটা ভালোবেসেছিলাম, সে আজ আমায় ছেড়ে চলে গেছে। সে আমাকে ছাড়া খুব ভালোই আছে। আমি মনে করতাম সে আমাকে প্রচন্ড ভালোবাসে, আমাকে ছেড়ে সে থাকতে পারবে না। কিন্ত এখন দেখছি সে আমাকে ছাড়াই সুখে আছে, আমাকে ছাড়াই হ্যাপি আছে তাহলে কি তার ভালোবাসাটা শুধুই অভিনয় ছিলো , মিথ্যে ছিলো।  এতোটা ভালোবাসার পরেও মানুষ যে এইভাবে ছেড়ে চলে যায়, আমি কোনোদিনও ভাবতেই পারিনি। 


কি করিনি ওর জন্য, কি দেইনি তাকে। চাওয়ার আগেই প্রত্যেকটা জিনিস তার কাছে পৌঁছে যেতো। তার প্রত্যেকটা ইচ্ছে প্রত্যেকটা স্বপ্ন আমি পূরণ করেছি। নিজের ভবিষ্যতের কথা না ভেবে শুধু, তার কি করে ভালো হবে সেই কথাটাই ভেবেছি। সে কিভাবে ভালো জায়গায় দাঁড়াবে কিভাবে প্রতিষ্ঠিত হবে সেই কথাই ভেবেছি। তাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি। Girlfriend না, নিজের বউ ভাবতাম তাকে আমি। আজকে আমার কথাটা সে একবারো ভাবলো না। আমার সমস্ত স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দিয়ে সে চলে গেলো। আমি নিজেকে সামলাতে পারছি না ভাই। আমি প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে আছি। আমি মুক্তি চাই আমার মতো ছেলের মরে যাওয়াই ভালো। হ্যা আমি মরবো, আমি মরবো, আমি মরবো…

হা হা  হা  আরে ওই আসিক, এইতো শুধু ট্রেইলার মাত্র। পুরো সিনেমা তো এখনো বাকিই আছে মেরা ভাই…

তুই কার জন্যে মরছিস, এতো কিছু করার পরেও যে তোকে ছেড়ে চলে গেছে, তার জন্যে মরছিস? এতোটা ভালোবাসার পরেও যে তোকে এইভাবে ছেড়ে চলে গেছে, তার জন্যে মরছিস? তোর বিপদের দিনে তোর পাশে থাকা তো দূরের কথা উল্টে তোকে আরো বিপদের মধ্যে ঠেলে দিলো, আজ তুই তার জন্য মরতে চাচ্ছিস?


না রে ভাই জীবনটা এতো সস্তার না। একটা ধোঁকাবাজের জন্য  যদি তুই আজকে নিজের জীবন দিয়ে দিস, তাহলে তোর মতো কাপুরুষ এই পৃথিবীতে আর দুটো ছিলো না। যদি মরতেই হয় তাহলে ভালো কাজ করে বীরের মতো মৃত্যু বরণ কর। যেনো তোর মৃত্যুটা ইতিহাসের পাতায় লেখা হয়। আর এরকম সস্তার ভালোবাসার জন্য নিজের জীবন তো দূরের কথা, এক মুহূর্ত সময়ও আর নষ্ট করিস না। শোন, যে ভালোবাসবে সে যেকোনো কঠিন পরিস্থিতিতেও তোকে ছেড়ে যাবে না। আর যে ভালোবাসবে না, তাকে সোনার চামচে খাইয়ে দিলেও সে ছেড়ে চলে যাবে। আর তার ভালোবাসাটা অভিনয় ছিলো, মিথ্যে ছিলো তাই তাই বলছি আজ যদি তুই ওর জন্য  নিজের জীবনটাও দিয়ে দিস তাহলেও সে তোকে ভালোবাসবে না।


আর আমি তো বলবো এরকম একটা ভুল মানুষ তোর জীবন থেকে চলে গিয়ে তোরই ভালো হয়েছে। শুধু একটু ভালোবাসা পাওয়ার জন্য যদি এতো কিছু করতে হয়, একটু ভালোবাসা পাওয়ার জন্য যদি এতোটা নিচে নামতে হয়, তাহলে আমি বলবো ওরকম ভালোবাসা দরকার নেই। চল অনেক হয়েছে ভালোবাসা ভালোবাসার নাটোক এবারে খেলাটা একটু অন্যরকম হবে। এবারে নিজের অকাধ দেখানোর পালা। বদলা নয়, নিজেকে বদলে দেখা আর আজ আমি তোকে কথা দিচ্ছি, তোর লাইফে এবারে সত্যিই ভালো কেউ আসতে চলেছে। সে আর যাই হোক ফ্যামিলি মানছে না এই দোহাইটা দিয়ে আর তোকে ছেড়ে চলে যাবে না। যে হবে তোর রিয়েল লাইফ পার্টনার তাই এইটাকে একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যা। 


আজ থেকে আবার নতুন জীবন শুরু কর। আর হ্যা, যদি তোর উন্নতি দেখে ও যদি তোর কাছে আবার ফিরে আসতে চায়, তাহলে তুই কি বলবি জানিস?  তুই বলবি ধোঁকাবাজ আর স্বার্থপরদের এখানে কোনো জায়গা নেই। যা ভাগ….  আরো পড়ুন 



Post a Comment

0 Comments