তুমি বলেছিলে আমি বদলে যাচ্ছি অথচ আমি তখনও বদলাইনি। শুধু তোমার দেখার দৃষ্টি পরিবর্তন হয়েছিলো। তোমার চোখে তখন অন্য কারো জন্য ভালো লাগা। তাই আমার পাগলামি গুলোকে, তোমার কাছে বেমানান লাগছিলো। কিন্তু অপরিবর্তিত আমিটাকেই, তুমি ভালোবাসোর দাবি করেছিলে একদিন। আমি বোকার মতো অধিকারবোধ থেকে, তোমার ইচ্ছে মতো নিজের বদল ঘটালাম।তোমার চাওয়ায় নিজেকে সাজালাম। তবুও তোমার মনের মতো হতে পারলাম না ।তুমি তীব্র মেজাজে বলে দিলে, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আসলে সত্যিটা হলো চক্ষু লজ্জায় তুমি বলতে পারোনি। কিন্তু সম্পর্ক থেকে মুক্তির অজুহাত খুঁজেছিলে। অবশেষে তোমার দূরত্ব আর অবহেলা জানান দিলো, আমাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটছে স্থিত জড়োর উপস্থিতিতে। অনেক আগেই আমার নামটা তোমার প্রাক্তনের তালিকায় যুক্ত হয়ে গিয়েছে শুধু ফর্মালিটি করে বলা বাকি তুমি অন্য কারো হতে চাও।
আমি বলেছিলাম তোমাকে ছাড়া বাঁচবোনা কিন্তু আমি দিব্যি বেঁচে আছি। লোকের কাছে আবার তুমিই রটালে, তাহলে সব আমার অভিনয় ছিলো না হলে আমি আজো জীবিত কি করে।☺☺☺
জানার প্রয়োজন বোধ করোনি আমি শুধু পরিবারের তাগিদে জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি। আজকাল আমাকে আর ভালো লাগে না।খারাপ লাগা ছুঁতে পারে না। এখন আর ছেলে মানুষি করিনা হুট হাট। এবার সত্যিই আমার বদল ঘটেছে বাহ্যিক। সবার মতো আমার মধ্যে ম্যাচিওরিটি এসে গেছে। সবার ধারণা সত্য প্রমাণের জন্য, আমি এখনো হাসি কাজে ডুবে থাকি। কান্নাকে ঠোঁটে ঠাঁই দেই না। আমার একাকীত্ব বিষাদের গল্প কাউকে শুনিয়ে আহত করি না। মানিয়ে নেয়ার যুদ্ধে আমি একজন সৈনিক।
তোমার বুকে যখন রোজ রাতে কেউ পরম সুখের আশ্রয় খুঁজে , আমার বুকে তখন বেঁচে থাকার দাবির তুমুল মিছিল চলে। সারাঘর ছুঁয়ে যায় অতীত নামক বারদের গন্ধে। অশ্রুরা ফায়ার সার্ভিসের মতো তুমুল চেষ্টা চালায় নেভাতে বুকের ভেতরের লেলিহান আগুন। সূর্য উঠার সাথে সাথে তারা সফল হয়। কেউ তখন আদরের চিহ্ন লুকাতে স্নানে ব্যাস্ত হয় আর আমি চোখ ফোলা কমাতে। সকালে দরজা খুলেই বলে দেই, হ্যা আমি নিয়ম মাফিক জীবনে ভীষণ রকম ভালো আছি। কি দরকার কাউকে জানানোর। তুমি চলে যাওয়ার পর সত্যিই আমি কেমন আছি। তোমার ফেলে যাওয়া স্মৃতির সাথে সংসার করি।
একটা সময় ছিলো, যখন আমি মানুষের উপর প্রচুর আশা রাখতাম বিশ্বাস করতাম। ভাবতাম আমার চারপাশে যারা আছে, তারা প্রত্যেকেই অনেক ভালো মনের মানুষ। আমি ধরে নিতাম, আমার বন্ধু বান্ধবী সবাই আমাকে খুব ভালোবাসে। আমি ধারণা করতাম, আমার কাছের মানুষগুলো সব সময় আমার পাশে থাকবে। কিন্তু ধীরে ধীরে বুঝতে শুরু করলাম, আমার এসব ধারণা একদমই ভুল ছিলো। আমার জীবনে অনেকে সুখ পাখি হয়ে এসে, আমাকে আকাশে উড়িয়ে দিয়ে চলে গেছে। ছোঠ ভাই বড় ভাই, বন্ধু বান্ধবী প্রেমিকা কেউই বাদ যায়নি। অনেকের কাছে আমি ঘৃণার পাত্র হয়েছিও বটে। তখন ঠিক অতোটা বুঝতাম না মানুষের স্বার্থ এতোটা খারাপ হতে পারে। আমার কাছে যারা এসেছিল, তারা সবাই কোনো না কোনো স্বার্থ নিয়ে এসেছে। যখনই তাদের স্বার্থ শেষ হয়েছে তখন থেকেই আমাকে ভুলতে তারা দ্বিতীয়বার ভাবেনি।
ভাবতে অবাক লাগে কিছুদিন আগেও আমি এমন ছিলাম যে, কেউ আমার কথা না রাখলে খারাপ লাগতো। আমাকে কেউ হার্ট করলে চোখে পানি এসে যেতো। অনেকদিন ধরে কেউ খবর না নিলে, মন খারাপ করতাম। অথচ সময়ের সাথে সাথে এমন শক্ত হয়েছি যে এখন কেউ কথা রাখা তো দূরের কথা, আমি কারো কাছেই কিছু আশা করি না। এখন কেউ হার্ট করলে, আমার হাসি পায়। কেউ খবর না নিলে, আমারও কিছু আসে যায় না। কোনোকিছুই মনে থাকে না। অনেকে মনে করতে পারে সবকিছু ঠিক হয়ে গেছে আসলে কোনো কিছুই ঠিক হয় নি সবকিছু আগের মতোই আছে। শুধু আমি নিজেই এসবের সাথে মানিয়ে নিয়েছি। আগে অল্পতেই মন খারাপ হতো এখন হয় না। অল্পতেই অভিমান করতাম এখন আর অভিমানও হয় না। কাউকে না কাউকে পাশে পেতে চাইতাম এখন আমার কাউকেই দরকার হয় না।
পার্থক্যটা এখানেই। চাইলেই একা থাকা যায়। তুমি চাইলেই নিজেকে শক্ত করে রাখতে পারো। চাইলেই তুমি কারো উপর আশা ছাড়াই থাকতে পারো। স্বার্থ ধা রেখে চলতে পারবে অতিরিক্ত আশা মানুষকে ছোট করে রাখে। আবার অতিরিক্ত স্বার্থ আবেগ মানুষকে তার নিজের ক্ষমতাকে জাগ্রত হতে দেয় না। জীবনে কখনো কারো উপর আশা রাখতে নেই স্বার্থ রাখতে নেই। একমাত্র আশা বিহীন মানুষই জীবনে সবচেয়ে সুখী। বাঁচাতে চাইলে একাই বাঁচো। একা একা অনেক দূর এগিয়ে যাওয়া যায়। সেইখানে মাঝপথে কাউকে হারিয়ে ফেলার ভয় থাকে না। জীবনে একা তুমি যতোই সামনে যাও না কেনো চাইলে একা পেছনে চলে আসতে পারবে। কিন্তু যদি কারো উপর নির্ভরশীল হয়ে সামনে আগাও এবং সে যদা তোমাকে মাঝপথে একা রেখে চলে যায় তাহলে তুমি পিছনে আসতে পারবে না। হারিয়ে যাবে।
কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা এক সময় অভ্যস্ত হয়ে যাই। স্ট্রং হয়ে যাই। খারাপ সময় আসলেও সেইটানিয়ে ভাবিনা। কেউ ছেড়ে গেলেও কষ্ট লাগে না। কেউ ইগনোর করা শুরু করলেও, পাত্তা দিলাম না। মুড নিয়ে নিজে নিজের মতো থাকা শুরু করি। আমাদের খারাপ সময়গুলো আমাদের প্রচন্ড কষ্ট দিলেও এ সময়গুলোর প্রতি কৃতজ্ঞ আমরা। এই খারাপ সময়গুলোই আমাদের মানুষ চিনিয়েছে আরো শক্তিশালী করে তুলেছে। আজকাল যাই হোক আমরা পাত্তা দিলাম না মুড নিয়ে চলতে থাকি। তাই মাঝে মধ্যেই খারাপ সময় আসা দরকার অনেক কিছু শিখবেন। আমরা কেউই চুপচাপ স্বভাবের না আমরা প্রত্যেকেই প্রচুর কথা বলতে পারি প্রচুর আড্ডা মারতে পারি তবে সেটা সবার সাথে না। এমন অনেক মানুষই আছে যারা সবার থেকেই শুনে তুমি এতো চুপচাপ থাকো কেনো তুমি কথা কম বলো কেনো। এসব কম কথা বলা মানুষরাও প্রচুর বকবক করতে পারে। শুধু সেসব শোনার জন্য বিশেষ মানুষ হতে হয়। সেসব বিশেষ মানুষরাই হয় কথা ফেলার ডাকবক্স।
তুমি ভেবো না আমি এখন একা আছি। তুমি চলে গেছো বলেই আমার জীবনে এতো ভালো একটা মানুষ এসেছে। সত্যিই আমি তাকে খুব ভালোবাসি। হ্যা আমাদের মাঝেও ঝগড়া হয় কিন্তু বেলা শেষে আবার এক হয়ে যাই। কিন্তু কেউ কাউকে ছেড়ে পালাই না। হয়তো তোমার মতো করে আমাকে সময় দিতে পারে না কিন্তু যতটুকু সময় দেয়, মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর সময়। প্রিয় তুমি আমার হয়ে থেকো। আমি দেখিয়ে দেবো সব মানুষ ছেড়ে যায় না। আমি চাই আমার কল্পনায় তুমি থাকো। আমার ভাবনায় তুমি থাকো।
প্রাক্তন তোমাকে দিতে চেয়েছিলাম গোলাপ গাছ। তুমি চাইলে গোলাপের পাঁপড়ি। তাই হারিয়ে গেছো নিমিষেই। প্রিয়তমা তোমাকে দিয়েছি গোলাপ গাছ কষ্ট করে যত্ন নিও অনেক ফুল পাবে যার সৌরভে মুখরিত হবে তুমি আমি তোমাতেই পরিপূর্ণ ভালো থাকুক আমার প্রাক্তন… আরো পড়ুন
0 Comments