
লাইফে সবচেয়ে কঠিন, খুব কঠিন সিদ্ধান্ত গুলোর মধ্যে একটা সিদ্ধান্ত হলো একদিকে তোমার ফ্যামিলি আর অন্য দিকে তুমি যে মানুষটাকে ভালোবাসো। মানে যে মানুষটাকে তোমার ভালো লাগে সেই মানুষ। এইবার এই দুজনের মধ্যে যেকোনো একজনকে তোমার বেছে নিতে হবে খুবই কষ্টদায়ক এবং লোমহর্ষক একটি মুহূর্ত। খুব কঠিন একটি ডিসিশন। আমি চাই না লাইফে এমন ডিসিশন কাউকে নিতে হোক।
আমার একটা ভিডিওতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি কমেন্ট আসছে যে, ভাই পরিবার মানছে না বা পরিবারের কারণে হারিয়ে ফেললাম। এইটা যে আসলে কতটা কষ্টদায়ক একটি কথা এইটা তারাই উপলব্ধি করতে পারে যারা এই মুহুর্তটার সামনা সামনি হয়েছে। তো এই বিষয়ে অনেক অনেক ভাই বা বোনেরা আমার কাছে সমাধান চেয়েছেন তাই ভাবলাম এই টপিকের উপরেই একটা ব্লগ লিখে ফেলি। কমেন্ট বক্সে যেই বিষয়টার উপরে আসলে বেশি বেশি প্রশ্ন আসবে আমি এখন থেকে তোমাদের সেই প্রশ্ন গুলোর সমাধান দেবার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি চাই তোমারা এমন কিছু প্রশ্ন করো যেইটার সাথে আসলে বাস্তবতার মিল রয়েছে। এমন না যে আবেগের বশে বলছেন ভাইয়া ভালো লাগা ভালোবাসার মধ্যে পার্থক্য কি বা এরকম কিছু। তাই বলবো এমন কিছু প্রশ্ন করবা যার সাথে আমাদের বাস্তবতার মিল রয়েছে।
তো প্রথম প্রশ্ন এমন দাঁড়াচ্ছে যে, একটা ফ্যামিলি একটা সম্পর্ক কে কখন মেনে নেয়??
এক্ষেত্রে First point হিসাবে বলতে পারি যে,যখন তোমার ফ্যামিলি Love Marriage এর against এ অর্থাৎ লাভ ম্যারেজের বিরুদ্ধে। প্রেম করে বিয়ে করছো!! এই কথাটা শুনলে তারা ডিরেক্ট না বলে দিবে কারণ তাদের মতে অর্থাৎ তোমার ফ্যামিলির মতে, তারা যে ছেলে বা মেয়ে ঠিক করে দিবে তার সাথেই তার সন্তানকে বিয়ে করতে হবে। আর এই ধরনের মানসিকতার মানুষ তারা, যারা এ ধরনের backdated mentality কে মাথার মধ্যে পুষে রেখেছে। অনেকের খারাপ লাগতে পারে But this is true. কারণ প্রত্যেকের decision এর একটা value রয়েছে। তো এই Mentality নিয়ে যারা বসে আছে, তারা ডিরেক্ট সম্পর্ককে না বলে দিবে। এবং তুমি বাহিরে থেকে বলেও কিছু করতে পারবে না। কিছুই না।
দ্বিতীয় point কি হতে পারে? Religion Problem. Cust Problem. দুটো ফ্যামিলি যখন দেখছে যে, ছেলে এবং মেয়ে দুজনেই আলাদা আলাদা Religion এর আলাদা আলাদা Cust এর তখন কি বলছে যে, নাহ আমরা আমাদের ছেলে বা মেয়েকে different Cust এর হাতে বা different Religion এর হাতে দিবো না। তারা তাদের দিক থেকে সঠিক কারণ, সেটা তাদের বিশ্বাস। তুমি যেটা বিশ্বাস করো সেটাই তো তোমার কাছে সঠিক। তাদের কাছেও তাই। so যতদিন না পর্যন্ত তারা তাদের ওই বিশ্বাসটাকে বদলাচ্ছে, ততদিন পর্যন্ত তুমি কিছু করতে পারবে না। তুমি যদি বাইরে থেকে গিয়ে তাদের বিশ্বাসটাকে বদলাতেও চাও, তাও তারা তোমায় Accept করবে না। because সেইটা তাদের একটা ধর্মীয় বিশ্বাস হয়ে রয়েছে। সেইটা তাদের একটা রীতি হয়ে রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই কি হয় এই জন্য, ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করে নেয়। তো যতদিন না পর্যন্ত তারা এইটা বিশ্বাস করছে যে different Religion different cust এ বিয়ে হতেই পারে সারা পৃথিবী জুড়েই হচ্ছে। ততদিন পর্যন্ত এইটার কোনো solution নেই।
এইবার আমরা কথা বলবো এমন একটা সমস্যা নিয়ে যেইটার solution টা রয়েছে আমাদের হাতে। চাইলঃ আমরা change করতেই পারি। ok? খুশির খবর done😜…
তো প্রথমেই বলি যদি কেউ এখানে Under 18 হয়ে থাকো, স্কুলে পড়ছো এখনো পর্যন্ত বা নিজে এখনো Stublishsd হওনি। পাতি বাংলা ভাষায় যাকে বলে নিজের পায়ে দাঁড়াওনি এখনো। এরকম যদি কেউ হয়ে থাকে, আর সে যদি এখন বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে থাকো বা নিচ্ছো Then you are taking the wrong decision in your life. নিজের পায়ে না দাঁড়িয়ে নিজে Stublishsd না হয়ে বিয়ে করার decision নেওয়া, is wrong. Relationship রাখো কিন্তু বিয়ে পর্যন্ত চলে যেওনা।
কারণ দেখো, এইটা ২০২২ সাল এবং এই সময়ে দাঁড়িয়ে, চারিপাশে দেখে তুমি বুঝতেই পারছো যে, তুমি যদি খুব... বড়লোক ঘরের কেউ না হও তুমি যদি মধ্যবিত্ত ঘরের মানুষের হও, তাহলে stublishsd হওয়া নিজের পায়ে নিজে দাঁড়ানো কত_টা জরুরী ?? হুম, হতে পারে খুব পয়সাওয়ালা কোনো ছেলের সাথে বিয়ে করে তুমি চলে গেলে মেয়েদের ক্ষেত্রে, কাল যদি সে তোমায় ঘর থেকে বের করে দেয়?? মদ খেয়ে লাথি মেরে বের করে দেয় ঘর থেকে?? তখন কি করবে তুমি? What will you do?? কিচ্ছু করতে পারবে না। ছেলেদের ক্ষেত্রে যদি তোমার চাকরিটা চলে যায়, আর তোমার wife যদি self dependent না হয় আত্মানির্ভরশীল না হয়, আর তুমি যদি খুব সমস্যার মধ্যে পড়ে যাও, তখন ঘর চালাবে কে? তারমানে দুইজনকেই self dependent হতে হবে। ছেলেটাকেও মেয়েটাকেও। দুজনকেই নিজের পায়ে দাঁড়াতে হবে। আর বাচ্চা ছেলেরা বাচ্চা মেয়েরা আবেগে পালিয়ে গিয়ে বিয়ে ফিয়ে কোরো না তাহলে জীবনটা একদম রষাতলে চলে যাবে। পড়াশুনা করো নিজের পায়ে দাঁড়াও। আচ্ছা যাই হোক জ্ঞান দিয়ে ফেললাম অনেক😊😊 । এইবার কিছু suggestion দেই।
দেখো বাবা মা যারা parents আমাদের তারা সবসময়ই চায় যে আমরা যাতে ভারো থাকি। তারাতো সবসময় এটাই চায় আমাদের future টা যেনো secure হয়। তো বাবা মা তখন দেখে, যে তার ছেলে বা মেয়ে নিজের পায়ে দাঁড়ায়নি stublishsd হয় নি, সেই সময় তারা দেখে যে ছেলে মেয়ে বিয়ে করতে চাইছে, তখন স্বভাবিক ভাবেই তারা সবার আগে বলবে যে, না তুমি আগে নিজের পায়ে দাঁড়াও। আর নইলে যদি বাবা মা দেখে যে ছেলে বা মেয়ে তাদের হয়তো বয়স কম ১৭ বা ১৮ বছর ১৬ বছর এইসব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা তো প্রেম করে সবাই। তো যখন তারা দেখছে যে একজন ভুল মানুষের সাথে মিশে সে তার career টাকে নষ্ট করে দিচ্ছে। একজন ভুল মানুষের সাথে মিশে সে তার future ধ্বংস করে দিচ্ছে। একটা নিজের পায়ে না দাঁড়ানো মানুষের সাথে মিশে নিজের future টাকে একটা বিপদের দিকে ঠেলে দিচ্ছে, তখন বাবা মা স্বাভাবিক ভাবেই বলবে যে নাহ, তুমি এই সম্পর্কটা রাখতে পারো না। এই মানুষটা তোমাকে ভুল পথে নিয়ে যাচ্ছে। এটা, বাচ্চারা বুঝতে পারবে না but যখন তারা একটু বড় হবে, তখন তারা বুঝতে পারবে। এমতাবস্থায় দাঁড়িয়ে যদি খুব deeply ভাবে দেখতে হয় তাহলে একটা ব্যাপার কি উঠে আসে? যে, লাইফে যখনই যেইটা করছো যেই decision টাই নিচ্ছ এই decision টা instant তোমাকে কি ফলাফল দিচ্ছে এইটা নিয়ে তুমি ভেবো না ভাবার দরকার নেই বরং তুমি এইটা ভাবো যে, এই decision টা আগামী ৫ বছর পরে তোমাকে লাইফে কোন জায়গায় নিয়ে যাচ্ছে। That is important!!!
আজ যার সাথে মিশে আবেগের ঠেলায় একদম দুমাস মিশে তিনমাস মিশে একদম বিয়ে করবো 😎 মালা পড়াবো😎 ভাবছো। এইটা তার আগে ভেবে নিও ৫ বছর বাদে তোমরা কোন জায়গায় নিজেকে দেখতে চাও। বিয়ে কেনো করবে না। বিয়ে অবশ্যই করবে কিন্তু তার আগে You have to be stublishsd enough. তো তুমি যদি তোমার ফ্যামিলিকে একটা security দিতে পারো যে দেখো, আমি যে মানুষটার সাথে মিশছি সে একটা ভালো জায়গায় পড়াশুনা করছে বা ভালো কিছু করছে সে stublishsd হচ্ছে নিজের পায়ে দাঁড়াচ্ছে। এবং আমিও চেষ্টা করছি আমার মতো করে ভালো কিছু করার বা stublishsd হচ্ছি। তাহলে তুমি তোমার ফ্যামিলিকে বলো!!! যে দেখো আমরা দুজনেই ভালো কিছু করছি বা stublishsd হচ্ছি তাহলে আগামী ২ বছর পর কিন্তু আমরা বিয়ে করছি বা করবো। তোমার ফ্যামিলি কিছুতেই না বলতে পারবে না যদি তোমার ফ্যামিলি একটু মর্ডান mentality হয় মানে যদি open mind এর হয়। ওই যে আগে যাদের কথা বললাম তাদের মতো যদি না হয় তাহলেই কেল্লাফতে😍😍😍
কিহ বুঝা গেলো??
তাহলে solution হলো নিজের career দাঁড় করাও এবং যার সঙ্গে তুমি সারাটা জীবন থাকতে চাও তার career টাও দাঁড় করাতে সাহায্য করো এবং ফ্যামিলির সামনে উপস্থাপন করো যে আমাদের দুজনের career secure এবং আমরা stublishsd তাই আমরা তোমাদের সম্মতি চাই। definitely দেখবা তোমার ফ্যামিলি তোমাকে সম্মতি দেবে।
তো এই ছিলো আজকের টপিক আশা করি solution পেয়েছো। আর solution কি বলবো suggestion বলতে পারো। একটু suggestion দিয়েছি যেগুলো তোমাকে decision নিতে সাহায্য করবে। তো ভালো থেকো সবাই। আর কমেন্ট করে অবশ্যই জানাবে এরপর কোন বিষয়ে ব্লগ লিখবো … আরো পড়ুন
ধন্যবাদ
0 Comments