
কিছু মানুষ জনের এতো প্রশ্ন থাকে যে প্রাক্তন ফিরে আসতে চাইছে এবার আমি কি করবো? আজকের ব্লগটি থাকবে এই টপিকের উপরেই।
তো বন্ধু সবার আগে তো তোমাকে এইটা বুঝতে হবে যে মানুষের ব্রেকাপ টা আসলে কেন হয় তাই না। তো মানুষের ব্রেকাপ কখন হয়, যখন দুটো মানুষের মধ্যে মতের অমিল ঘটে, দুটো মানুষের মধ্যে স্বভাবের অমিল ঘটে, একে অপরের স্বভাবগুলোকে মানুষ মানিয়ে নিতে পারে না। মত গুলোকে মানুষ মানিয়ে নিতে পারে না, ঠিক তখনই একটা মানুষ আরেকটা মানুষের সাথে আর থাকতে পারে না। আবার কখনো কখনো প্রচন্ড রকমের সন্দেহ কখনো কখনো প্রচন্ড রকমের চাপ বা প্রেসার মাথার মধ্যে ক্রিয়েট হয় লাইফের উপর ক্রিয়েট হয়। সেই সময়ই মানুষ আর সেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারে না বা চায় না।
এরপর তোমাকে জানতে হবে যে তোমাদের যে ব্রেকাপটা হয়েছিলো, সেই ব্রেকাপের প্রকারভেদটা কিরকম। মানে তোমাদের মধ্যে কি খুব কড়া রকমের ঝামেলা হয়ে ব্রেকাপটা হয়েছিলো, নাকি তোমাদের মধ্যে ইগো থেকে ব্রেকাপ হয়েছিলো। নাকি তোমাদের মধ্যে jealousy থেকে ব্রেকাপটিহয়েছিল নাকি কোনো প্রকার সন্দেহ থেকে ব্রেকাপটি হয়েছিল। সবার আগে তুমি point out করো যে কেনো তোমাদের মাঝে ব্রেকাপটা হয়েছিলো। কোন কোন ঘটনাগুলো তোমাদের ব্রেকাপের জন্য দায়ী। সবার আগে সেই জিনিসটাকে point out করো। তারপরেই তো দেখা যাবে যে প্রাক্তনকে accept করবো কি করবো না বা করা যাবে কি যাবে না।
যদি তোমার কারণগুলো point out করা হয়ে যায় তাহল যে কেনো তোমাদের মাঝে ব্রেকাপটি হয়েছিলো। তাহলে এইবার দেখো যে সেই কারণটা তোমাকে ব্যাক্তিগত জীবনে mantal লেভেলে বা physical লেভেলে কোনো Effect করেছে কিনা। তবে খেয়াল রাখবা এই কারণটি যেনো কোনো বাচ্চা বাচ্চা টাইপের না হয় এই যেমন ধরো, তুমি আমাকে what's up এ মেসেজ করতে না বা তুমি কেনো ওই মেয়েটার ছবিতে Love React দিলে। তো এইগুলো কোনো কারণ হতে পারে না। এইগুলা কোনো relationship এর ব্রেকাপের কারণ হতঃ পারে ন। একটা jenuain কারণ কি আছে? যেই jenuain কারণটার জন্য তোমার life empacted হচ্ছে। তোমার মাথার উপর সব সময় একটা tension থাকছে তোমার সবসময় একটা প্রেসার থাকছে এমন কি কোনো jenuain কারণ আছে? যেখানে তুমি physically effected হতে হয়তো তোমাকে সন্দেহ করতো বা তোমাকে মারতো বা তোমাকে free lifestyle lead করতে দিতো না, হয়তো তোমাকে তোমার মতো করে বাঁচতে দিতো না।
তো এবার যখন দেখা গেলো যে ব্রেকাপটা তোমার personal life কে কোনো রকম ভাবে physically na mantaly hamper করছিলো কিনা বা সম্পর্কে থাকা অবস্থাঢ় তুমি তোমার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারতেছিলে কিনা বা ছোট বাচ্চাদের মতো তুমি প্রাণ খুলে ছুটো ছুটি দৌড়াদৌড়ি করতে পারছো কিনা বা বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দিতে পারছো কিনা। যদি এই সবগুলো প্রশ্নের উত্তর না সূচক হয় অর্থাৎ তোমার ব্যক্তিত্ব বিকাশে সেই সম্পর্কটি মা মানুষটি বাঁধা হয়ে ছিল তাহলে তুমি ধরে নাও এইটা তোমার জীবনের successful একটি ব্রেকাপ এবং এই মানুষটির সাথে থাকার কোনো মানেই নেই।। এই মানুষটার সাথে থাকা তোমার জন্য তোমার জীবনে সব থেকে বড় ভুল। কারণ যেই মানুষটা তোমাকে ভালোবাসেও শুকনো পাট কাঠির মতো দুমড়ে মুচড়ে ভেঙে দেয় সে মানুষটার সাথে থাকার কোনো মানেই হয় না। তোমাকে ভাংবেও আবার তোমাকে আত্মঘাতীও করবে। প্রেমের জন্য suicide করে মানুষ দেখোনি? একজন তাকে ভেঙে দিয়ে চলে যায় তারপর সেই মানুষটা আত্মঘাতী হয় আত্মহত্যাও করে।
ভাবো একটা ভুল relationship মানুষকে কিভাবে শেষ করে দিতে পারে। ভাবো একবার তোমার আশেপাশে কত মানুষ কষ্টে আছে just ভুল সম্পর্কে যাওয়ার জন্য ভাবো একবার।
আবার অনেক ক্ষেত্রে এরকম হয় যে প্রাক্তন ফিরে এসে mantaly প্রেসার দেওয়ার চেষ্টা করে। মানে মানুষের অনেক সময় এরকম একটা habit থাকে যে আমি নিজে একটা অন্য জায়গায় ধরবো আবার পুরোনো যেটা ছিলো তাকেও আমি ছাড়বো না তাকেও আমি হাতে রাখবো। এরকম seen ও কিন্তু তোমার সাথে হতে পারে। so এই পুরো ব্যাপারটাকে কিন্তু ভালো করে calculate করে নিও বস। নইলে কিন্তু ফেঁসে যেতে পারো যেকোনো সময় বুঝতে পেরেছো?? কারণ মানুষ অনেক সময় অন্য একজন মানুষকে আটকে রাখতে চায় কারণ মানুষ জানে, মানুষকে আটকে রাখা খুব সহজ😊😊 । কারণ আমি যদি তোমাকে আটকে রাখতে চাই আমি ১০ টা নিয়ম বানাতে পারি তোমাকে আটকে রাখার। কিন্তু মানুষকে মুক্ত করে দেয়া হচ্ছে সবচেয়ে কঠিন। আটকে রাখা তো খুব সহজ কাজ। মুক্ত করে দেয়া স্বাধীনতা দেয়া সবথেকে কঠিন কাজ। তার জন্য ভারতবাসীকে স্বাধীনতা দেওয়া জন্য ব্রিটিশ সরকারের দুশো বছরেরও বেশি লেগে গেছিলো☺☺।So বন্ধু প্রাক্তন যদি তোমার জীবনে আবারও ফিরিয়া আসিতে চায় তাহলে বুঝিয়া শুনিয়া আগে ফিছে ভাবিয়া এরপর বলিবে হ্যা অথবা না।
কারণ ফেলে দেয়া থুতু তো কেউ মুখ তুলে নেয়ই না আর যদি কেউ নেয়ও তাহলে সে আর পেটের ভেতরে ওইটা ফেলতে পারে কারণ বুঝতেইতো পারো ময়লা যুক্ত থুতু পেটে গেলে কি হতে পারে।
ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না😊😊 … আরো পড়ুন
0 Comments