সবারই একটা প্রশ্ন থাকে যে ভাই আমি কিভাবে নিজের একটা ভালো এবং Respectful Personality গড়ে তুলবো বা তুলতে পারবো। দেখো Respect যার বাংলা অর্থ সম্মান। সম্মান মানুষ মানুষকে ফ্রিতেই দেয় আবার সম্মান মানুষ মানুষের কাজ থেকে ফ্রীতেই নেয়। সম্মানের সাথে উপার্জন কথাটা অদ্ভুত ভাবেই জড়িত। সম্মান উপার্জন করতে হয়। একটা ফ্রি জিনিসকে উপার্জন করতে হয়। মানে ভাবতে পারছো সেই ফ্রি জিনিসটার value কতটা?? একজন শিল্পী, তিনি সম্মান কখন পান যখন তিনি প্রচন্ড নিপুণতার সাথে একটা কাজ করে। একজন নেতা তিনি সম্মান কখন পান যখন তিনি শততার সাথে কাজ করে তাই না? তো আমরা দেখছি সম্মান একজন মানুষ তখনই পাচ্ছে যখন তিনি প্রচন্ড ডেডিকেটেড ভাবে তার কাজটি করছে। এবং তার জন্য তাকে কোথায় গিয়ে বলতে হচ্ছে না যে আমাকে একটু খানি সম্মান দাও। মানুষ automatically তাকে সম্মান দিতে শুরু করছে এবং তোমার ক্ষেত্রেও কিন্তু সেইটা হতে পারে। কিভাবে?? 


যখন তুমি কোনো একটা কথা বলছো বা কোনো একটা কাজ করছো যেটা তুমি নিজে বিশ্বাস করো। তখন তোমার সেই বলা কথাটা বা তোমার সেই করা কাজ টা গুরুত্ব অনেক বেড়ে যায়। এবং যেই মুহূর্তে দাঁড়িয়ে , তুমি যেই কথাটা বলছো বা তুমি যেই কাজটা করছো সেটার গুরুত্বটা বেড়ে যাচ্ছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে তুমি সমস্ত জায়গা থেকে Respect পাওয়া শুরু করেছো। এবং ঠিক সেই same কারণেই কিন্তু যাদেরকে আমরা respect করি ঠিক এই কারণগুলোর জন্যই কিন্তু করি। কারণ তারা যেই কাজটি করেন তা হলো authentic. তারা নিজেরা believe করেন তার জন্যই তারা সেই কাজটা করেন এবং সেইটা আমাদের কাছে একটা দারুণ প্রোডাক্ট। তারা আমাদের কাছে Idle. 

যেমন একজন মানুষ যার কথায় কোনো দাম নেই, তাকে কি তুমি respect করবে? নাকি সেই মানুষটাকে তুমি respect করবে যেই মানুষটার কথায় value আছে দাম আছে। যেই মানুষটা দায়িত্ব জ্ঞানহীন, তাকে respect করবে?? নাকি যেই মানুষটা truely দায়িত্ব কি জিনিস সেইটা বুঝে তাকে respect করবে? যখন তুমি কোনো একটা সম্পর্কে আছো যখন তোমার উপর কোনো একটা দায়িত্ব দেয়া হয়েছে যখন তুমি একটা passion এর পিছে ছুটছো, সেই মুহূর্তে দাঁড়িয়ে তুমি respect পাবে কি পাবে না সেইটা সম্পূর্ণ ভাবে নির্ভর করছে যে সেই সম্পর্কটার প্রতি সেই দায়িত্বটায প্রতি বা সেই passion এর প্রতি তুমি কতটা passanet বা কতটা loyal. তুমি loyal না হলে respect কি করে আসবে। কারণ তুমি আমাকে তখনই respect করবে যখন আমি তোমাকে বুঝবো যখন আমি understanding হবো।understanding about relationship, understanding about life, understanding about our passion, our responsibilities তখনই তো আমরা একে অপরকে respect করা শুরু করি, যখন তুমি কারো সমস্যাটা বুঝতে পারছো। যখন তুমি তার সমস্যাটার একটা সমাধান খুঁজে দিচ্ছো। যেই মুহূর্তে দাঁড়িয়ে তুমি তার মনের ভেতর জমানো ব্যাথাটাকে কমাতে পারছো, সেই মুহূর্ত থেকে সে তোমায় সম্মান করা শুরু করবে। আর ঠিক এইভাবেই সম্মান উপার্জন করতে হয়।


ফ্রি জিনিস কিন্তু উপার্জন করা খুব কঠিন। তাহলে You have to be very Authentic যেইটা তুমি বলছো যেইটা তুমি করছো সেইটাকে সত্যিই হতে হবে। ফেইক কথাবার্তা  বললে হবে না। যে তুমি একটা মুভি দেখে কিছু একটা বলছো বা কোনো একটা সিরিজ দেখে কিছু একটা বলে দিয়েছো এইভাবে বললে হবে না। you have to be authentic right? তো আশা করি সবাই বুঝতে পারলে যে আসলে আমরা কেনই বা মানুষকে সম্মান করি অথবা মানুষই বা কেনো আমাদের কে সম্মান করবে। ... আরো পড়ুন