.jpg)
আমি প্রায়ই নিজেকে প্রশ্ন করি, কিভাবে আমি এতো সহজে এক্সকে ভুলে থাকার চেষ্টা করি! চাইলেই কি এতো সহজে ভুলে যাওয়া যায়? ভুলে যাবো বলে তো ভালবেসেছিলাম না?
এই প্রশ্নের কিছু উত্তর আছে আমার কাছে। কিন্তু সেই উত্তরগুলো আমার মনকে শান্ত করতে পারে না। কারণ আমরা তো মানুষ আর মানুষ সবসময়ই ভালোবাসা প্রিয়। আমরা দুঃখ ভুলে থাকতে পারিনা। দিনের পর দিন একসাথে থাকার মায়া, এতো সহজে ভুলে থাকা যায় না। এরপরও অতীত হতে পাওয়া শিক্ষাগুলো নিয়ে আমাকে মুভ অন করতে হবে। কারণ এসব এক্সকে আমি বিশ্বাস করি না।
আমি বিশ্বাস করি জোড়ালো ভালোবাসায়, আমি বিশ্বাস করি পিছুটান বিহীন উন্মাদনায়। আমি যখন একজন মানুষকে ভালোবাসি, তখন সবটা দিয়ে ভালোবাসি। ভালোবাসা প্রিয় মানুষগুলো ইচ্ছা করে দুঃখ দিয়ে চলে যায় কিনা আমি জানি না, কিন্তু প্রিয় মানুষ চলে গেলে তার কাছ থেকে নতুন আর কোনো আনন্দ আসে না। আমার মতে এর থেকে বড় আর কোনো দুঃখ একজন প্রেমিকের কাছে হতে পারে না। আমি দিনের পর দিন অতীত খুঁটিয়ে কেঁচোর মতো দুঃখগুলো বের করে আনার পক্ষবদিত্ব করি না। কারণ যে মানুষটা এতো ভেতর থেকে জেনেও, আমাকে ছেড়ে চলে যেতে পারলো, সে মানুষটা যাই কখনোই আমার মানুষ ছিলো না। সেই মানুষটা অন্যের অধিকার যাকে কিনা আমি ভালোবাসা বুঝিয়ে আমার মনের মধ্যে লালন করেছি। অন্যের অধিকারকে এক্সের আসনে বসিয়ে।
তাকে ভেবে আমার সুন্দর সময়গুলো, আমি নষ্ট করে ফেলতে পারি না বরং এখন আমি বিশ্বাস করি, আমার জীবনেও একদিন একটা সুন্দর মানুষ আসবে। যে সবচাইতে সুন্দরভাবে ভালোবাসবে আমাকে। যে আমাকে পাশে বসিয়ে তার এক্সের স্মৃতি মনে করবে না। যে আমার পাশে বসে তার এক্সের গন্ধ খুঁজবে না। আমি জানি এই মানুষটা হবে আমার একমাত্র ব্যক্তিত্ব মানুষ। এবং আমার জীবনের উপর তার সবচেয়ে বেশি অধিকার। আর আমি কখনোই চাইবো না সবচেয়ে প্রিয় মানুষটা, আমার বাহুতে এসে অধিকার বঞ্চিত হোক তাও কোনো এক ছেড়ে যাওয়া এক্সের জন্য।
আমি আর এখন এক্স বলতে কিছু বিশ্বাস করি না আমি বিশ্বাস করি শুধুমাত্র ভালোবাসায়। অতীত ঘেটে স্মৃতি আওড়ে কোনো লাভ নেই। তাই এক্সকে ভুলে তুমি সুখে থাকো। আমি তোমায় নিয়ে এখন আর বেশি ভাবি না কারণ, আমার জন্য একটা বিশেষ মানুষ আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। আমিতো শুধু তার….. আরো পড়ুন
0 Comments