প্রশ্নটা এরকম যে একটা ছেলে আর একটা মেয়ে দুজন রিলেশনশীপে আসছে। দুজনের বয়স সমান একদম Same Same. এবার মেয়েটার হয়ে গেছে বিয়ের বয়স ছেলেটা তখনো পর্যন্ত চাকরি পায় নি। মানে ছেলেটা stabiles না। এই মুহুর্তে দাঁড়িয়ে কি করা উচিত। তো ঠিক আছে আমরা আজকের ব্লগে এই টপিকটা নিয়েই আলোচনা করবো।


আচ্ছা তার আগে একটা কথার উত্তর আমাকে দাও যে মেয়েদের সাথে সবসময় বিয়ের বয়স আর ছেলেদের সাথে সবসময় চাকরির বয়স সবসময় এই tarm গুলোকে কেনো যোগ করা হয়? আমরা তো এইভাবেও বলতে পারি যে একটা মেয়ের তো বিয়ে এবং চাকরি দুইটারই বয়স আছে একটা ছেলেরও কিন্তু বিয়ের বয়স চাকরির বয়স আছে। সবসময় মেয়েদেরকে তাদের বাড়ি থেকে বলা হয় এই তোর বিয়ের বয়স হয়ে গেছে বিয়ের বয়স হয়ে গেছে ৯০% মেয়েদের ক্ষেত্রেই এইটা হয়। কানের কাছে সবসময় অস্বস্তিকর কেন ভাই বিয়ের বয়সের পেছনে কেনো এতো ছুটতে হবে। তবে হ্যা এটার পিছনে একটা বায়োলজিক্যাল কারণ আছে। কিরকম বায়োলজিক্যাল কারণ?? দেখো মেয়েরা যদি একটু বেশি বয়সে গিয়ে বিয়ে করে তাহলে তাদের বেবি ধারণ করতে সমস্যা হয় যদি অনেক বয়স কালে মেয়েরা বিয়ে করে। আর এইটার কথা ভেবেই বাবা মা রা সেই পুরোনো দিন থেকেই মেয়ের একটু বয়স হলেই ১৯ বা ২০ এ পা দিলেই বিয়ে দাও, বিয়ে দাও, বিয়ে দাও। খুব মেয়ের বাড়িতেই তাদের বাবা মারা তাদের বলে যে তোমাকে জীবনে অনেক বড় হতে হবে অনেক পড়াশুনা করতে হবে success হতে হবে খুব কব বাড়িতেই বলে আর যাদের বাড়িতে বলে তারাই হলো Lucky.



এবার তাহলে প্রশ্ন হলো বিয়ে করার কি তাহলে মূল উদ্দেশ্য হলো বেবি কনসেপ্ট করা? তোমার কি মনে হচ্ছে? কি বলো তুমি? শোনো science এখন অনেক এগিয়ে গেছে এখন কোনো কারণে যদি কোনো couple এর বেবি না হয় তাহলে কিন্তু সমস্যাটা শুধু মেয়ের নয় ছেলেদেরও কিন্তু শারীরিক সমস্যা থাকতে পারে। আমরা সবটা জানি এখন। তাহলে ধরো যে Couple দের বেবি হয় না তারা তো দিব্যি ভালো কি থাকে না বলো? থাকে তো। তো এতো গুলো কথা কেনো বললাম তাই না তো এইবার এর কারণগুলোই বলবো একে একে।



তো দেখো আমরা দাঁড়িয়ে আছি এখন ২০২২ এ এবং এই সময় একটা জিনিস স্বচ্ছ পানির মতো ধারণা রাখতে হবে সে তুমি ছেলেই হও বা মেয়ে হও দেখো আমরা সবসময়ই বলি যে মেয়েরা সব জায়গাতেই এগিয়ে আছে মেয়েদের অনেক পাওয়ার এইটা সেইটাঅনেক কিছু । তাহলে আমার প্রশ্ন হলো মেয়েরা কেনো তাহলে নিজেকে দূর্বল ভাববে। কেন এই কথাটা বলবে যে আমার বয় ফ্রেন্ডের চাকরি হয়নি আমি বিয়ে করতে পারছি না আমার বিয়ের বয়স হয়ে যাচ্ছে ? কেনো? বরং তাদের এই কথা বলা উচিত যে তোমার চাকরি হয়নি It's ok. তুমি চেষ্টা চালিয়ে যাও। আমি একটা চাকরি করছি তোমার যতদিন না হচ্ছে আমি আছি। আমি চালাচ্ছি। This is a smart choose. আমরা সবসময় objection করতে ভালোবাসি। কোনো কিছু হলো তো এর উপর দোষ চাপিয়ে দেই তার উপর দোষ চাপিয়ে দেই। সে করেনি বলে হয়নি তুমি করোনি বলে হয়নি। আমরা নিজেকে চেইন্জ করতে ভুলে যাই অন্যকে চেইন্জ করতে ব্যাস্ত। লোককে বলতে ব্যাস্ত লোকের দোষ ধরতে ব্যাস্ত। তোমাকে এই কথাটা বলতে হবে ঠিক তোমার হয়নি তো কি হয়েছে আমার তো হয়েছে আমি তো stablised তোমার যতদিন না হচ্ছে আমি তোমাকে চালাচ্ছি। সবসময়ই ছেলেদের দায়িত্ব কিন্তু নয় যে একটা মেয়ে দায়িত্ব বয়ে নিয়ে চলা।



তো এই যে সমবয়সি রিলেশনের সময় যে একজনের চাকরি হচ্ছে না আরেকজনের বিয়ের বয়স হয়ে যাচ্ছে এইগুলা আসলে অজুহাত এগুলো বাজে কথা। যারা প্রকৃত অর্থে একে অপরকে ভালোবাসে তারা একসাথেই থাকে যারা এইসব অজুহাত দাও তারা তো ভালোই বাসো না। তুমি যদি ভালোবাসো তাহলে তুমি নিজেই তার জন্য কিছু একটা করবে সে সময় এবং তার উপর বিশ্বাস রাখবে যে সে পারবে একসময়। তাকে মোটিভেট করবে কি ঠিক তো?? তাই বলছি এইসব অজুহাত থেকে বাইরে বেরিয়ে এসো সমবয়সি রিলেশনশীপ হতেই পারে। যেকোনো রিলেশনশীপ is a very sweet things. Enjoy your life. Enjoy your Relationship এবং অজুহাত দেয়া বন্ধ করো সার্পোটিভ হও একে অপরের। তার জন্য আজ থেকেই নিজের career এর পিছনে ছোটো। কালকে যদি তোমার হাসবেন্ড এর চাকরি না থাকে চলে যায় তখন তুমি কি করবে। তখন কি তুমি রাস্তায় ভিক্ষা করবে নাকি লোকের বাড়িতে বাসন মাজতে যাবে। এইটা কি তুমি করতে পারবে আর করবে কি তুমি এইটা। তাই সবথেকে বড় কথা হলো নিজে stablised হও। নিজের জন্য খাটো।