তুমি কি থেকে যাবে আমার হয়ে ? New Bangla emotional shayari 2022

New Bangla emotional shayari 2022

এই যে তুমি বার বার চলে যেতে চাও আমি আটকে রাখি, ভালোবাসার দোহাই দেই। তুমি কি দয়া করে  থেকে যাও? নাকি ভালোবাসো বলেই থেকে যাও। আচ্ছা ধরো, একদিন তুমি যেতে চাইলে আর আমি যদি পথ আগলে না দাঁড়াই, তোমাকে আটকে না রাখি অধিকার ছেড়ে করুন চোখে তাকিয়ে তোমার দিকে থাকি, তুমি কি থেকে যাবে? নাকি মুক্তি পাওয়ার আনন্দে, মুখ ফিরিয়ে চলে যাবে। (উত্তরটা অজানা)


মাঝে মাঝে মনে হয় যদি তোমাকে বুকের সাথে জড়িয়ে ধরে কিছুটা সময় কাঁদতে পারতাম, তবে হয়তো আমার ভারাক্রান্ত কষ্টের বুকটা হালকা হতো। তুমি অনুভব করতে পারতে তোমাকে কতটা ভালোবাসি বা কেনো এতো পাগলামি করি। কেনো মেসেজের রিপ্লাই দিতে দেরি হলে কষ্টে বুক ভেসে যায়। কেনো তোমার অবহেলায় নিরবে চোখ থেকে অশ্রু ঝরে। কেনত তোমাকে ভালোবাসি, কেনো তোমাকে এতো করে চাই! এর কোনোই উত্তর নেই আমার কাছে। শুধু এটা জানি খুব ভালোবাসি তোমায়। তোমাকে ছাড়া অন্যকিছু ভাবতে পারি না।


আমি কেনো পাগলামি করি, কেনো আমি পাগল এটারও উত্তর জানি না। তুমি বলতে ইমোশনাল হলে জীবন চলবে না। আমি বলি তুমি ছাড়া আমার চলবে না। তুমি হয়তো আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে ভালো আছো বা ভালো থাকো। কিন্তু আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারি না। মনের মধ্যে জমে থাকা অস্থিরতা আমাকে শেষ করে দেয়। শুধু জানি তোমাকে ভালোবাসি। তুমি হাজারবার অবহেলা অবজ্ঞা করলেও আমি তোমার কাছেই গিরে আসি ফায়ার আসবো 


এই যে শাসন করি তোমাকে। একটুতেই রাগ দেখাই, ভালোবাসি বলে পাগলামি করে যাই। তুমি কি এসবে রিরক্ত? নাকি বুঝতে পারো এসব ভালোবাসা। শুধুই ভালবাসা। 

ধরো বিচ্ছেদটা হয়েই গেলো। মাস খানেক কথা হয়নি আমাদের। একদিন হঠাৎ করেই দেখা হয়ে গেলো। তুমি কি তীব্র ঘৃণায় আমার দিকে তাকাবে? নাকি বলবে তোমাকে আমার খুব প্রয়োজন? নাকি সেদিনও অস্পষ্ট কাহিনীতে আরো বেশি অস্পষ্ট হবে অসমাপ্ত গল্পটা…. আরো পড়ুন 

Post a Comment

0 Comments