ছেড়ে যেও না আমাকে New Bangla Emotional shayari 2022

আজকাল এই ইট পাথরের যান্ত্রিক শহরে প্রেম কিংবা ভালোবাসা বলতে, কিছুই নেই। ভালোবাসা বলতে যা আছে, তা দুটো শব্দই বলা চলে প্রতারণা কিংবা ছলনা। প্রেম বলতে প্রেমিক প্রেমিকারা আর প্রেমের মাঝে মত্ত নেই। দু চারদিন পর প্রয়োজন ফুরিয়ে গেলে, নিজেদের গুঁটিয়ে নিতে ব্যাস্ত হয়ে পড়ে একে অন্যের কাছ থেকে। তবে আজাল এই যান্ত্রিক শহরে ব্যার্থ প্রেমিক প্রেমিকার আনাগোনা বেড়েই চলেছে। বেড়ে চলেছে অভিযোগ অনুযোগ। তবে এই অভিযোগ ভালোবাসা পাওয়া কিংবা না পাওয়ার জন্য না। এই অভিযোগ প্রেম নিয়ে খেলা করার। প্রয়োজন ফুরিয়ে গেলে, কেনো খেলনার মতো ছুঁড়ে ফেলে দেয়া হয় প্রেমিক প্রেমিকার অনুভূতি।

তবে কি লাভ এই শহরে সবকিছুর বিচার হলেও, প্রেম আর মন নিয়ে খেলা করার বিচার হয় না। দিন শেষ ব্যার্থ প্রেমিকপ্রেমিকারা তাদের মন ভাঙ্গার বিচার না পেয়ে বেঁচে থাকার প্রয়াস চালিয়ে  যায় বাকিটা জীবন এটাই বাস্তবতা।


তুমি প্রশ্ন করলে আমি তোমাকে কেনো ভালোবাসি। চাইলে আমি হাসতে হাসতে বলে দিতে পারতাম তোমাকে ভালোবাসতে ভালো লাগে বলেই ভালোবাসি। তবে এতে কিঞ্চিত মিথ্যে মিশে থাকবে। আমি তো কেবল ভালো লাগে বলেই তোমাকে ভালোবাসিনি কখনো। আমি একজন বন্ধু পাওয়ার জন্য ভালোবাসি। যার সাথে দুটো সুখ দুঃখের গল্প করে সময় খরচ করা যায়। যদি কখনো আমাদের বন্ধুত্বের জায়গাটা নষ্ট  হয় ভালোবাসাও কি সামান্য স্থির হবে না? আমি তোমাকে ভালোবাসি আমার প্রয়োজনে আমার একাকিত্ব সঙ্গী হবার জন্য। আমার হতাশায় ভরসা জোগানোর জন্য। আমার কান্নার কারণ মুছে ফেলে মুখে হাসি ফুটানোর জন্য। আমার খারাপ সময়ে কাঁধে হাত রেখে বলার জন্য, আরে বোকা এই দুঃসময় কেটে যাবে একদিন।


যখন যৌবনের সূর্য অস্ত যায় তখন মানুষের একজন নির্ভরযোগ্য বন্ধুর প্রয়োজন। পৃথিবীর সাথে যোগাযোগ নিভে গেলেও যে আলো কখনো অন্ধকার আসতে দেয় না আমি সেই আলোটুকুর জন্য তোমাকে ভালোবাসি। ভালোবাসা কখনো নিঃস্বার্থ হতে পারে না কখনোই না। আমি তোমাকে স্বার্থপরের মতো ভালোবাসি। একদম আমার নিজের জন্য।


আমি তোমাকে ভালবাসি। ঘৃণা? ঘৃণার কথা বলছো? না প্রিয় তুমি আমার এমনি একজন মানুষ যার প্রতি আমার কখনোই ঘৃণা জন্মাবেনা।তুমি হলে স্নিগ্ধ সরল যাকে সাধানা করে পেতে হয়। আমার জীবন থেকে বিদায় নিলে আপসোস হবে আমার ঠিকই, কারণ যতদিন ছিলে জীবন আলোকিত করে রেখেছিলে আমার। অন্ধকার ঠিকই নামবে আমার অস্তিত্বে। সে অন্ধকার কাটিয়ে আমি হয়তো আবার জেগে উঠবো। কিন্তু মধ্যরাতে তোমায় ভেবে চোখের কোণে এক চিলতে পানি অবশ্যই আসবে। আমি হাউমাউ করে কাঁদতে জানি না। তোমাকে হয়তো আমার ভাগ্য করে পাওয়া উচিত ছিল। আগলে রাখার জন্য দরকার ছিল অজস্র ইতিহাসের। হয়তো ভাগ্যটাই খারাপ তাই হয়তো তোমায় পাইনি।


তুমি থাকতে বলি হয়নি তাই এখন বলছি, যেখানেই থাকো যেভাবেই থাকো যার সাথেই থাকো ব্যাচ সুখে থাকো এইটাই চাই। ভালোবাসলেই তোমাকে পেতে হবে, থাক না কিছু পাওয়া না পাওয়া অপূর্ণতায়। চলে যাচ্ছো? যাও আমি আটকাবোনা। এরকম যাওয়া তো অনেকবারই হয় আটকেতে চাইলেও থাকতে চাওনি আবার ঠিকই ফিরে আসতে চাও। এইবার চলে গেলে আর ফিরে এসো না। তোমার বারবার চলে যাওয়া আমায় জানান দিচ্ছে তুমি আর আমার নেই। তুমি যতবারই চলে আমার বুকের মধ্যে হতাশার কাঁটা এসে বিধে। আমি ততবারই রক্তাক্ত হই। এভাবে তিলে তিলে মারার চাইতে তুমি বরং প্রস্তুতি নাও একেবারে চলে যাওয়ার। তোমার চলে যাওয়ায় আমিই বাঁচবো না হয় একেবারেই মরে যাবো। এভাবে বারে বারে আমার হৃদয়টাকে খুন করতে এসো না। তাহলে সারাজীবন তুমিও ধুকে ধুকে মরবে।


যদি তোমার কোলে মাথা রেখে আমার দুঃখগুলো বলার সময় না পাই তাহলে তুমি আমার কিসের প্রিয়জন। তুমি বরং চলেই যাও। আর কখনো ফিরে এসো না মায়াহীন সম্পর্কে। ভালো থাকবে তুমি আর ভালো থাকবো আমিও। ভালো থেকো আমার না হওয়া আমার প্রিয়জন ...  আরো পড়ুন 


Post a Comment

0 Comments