অতীতের স্মৃতি ভুলবে কিভাবে ? কিভাবে সব ভুলে জীবনে সামনে এগিয়ে যাবে ? New bangla motivational story


আমাদের প্রায় বেশিরভাগ মানুষকেই অতীতের স্মৃতি কুঁড়ে কুঁড়ে খায়। বলা চলে , আমরা বাস্তবে খুব কমই বাঁচি আমরা অতীতেই বেশি বেঁচে থাকি। অতীতে করা আনন্দের কথা মনে পড়লে আমাদের মুখে হাসি ফোটে। অতীতের স্মৃতি গুলোকে ভেবে আমরা nostalgic হয়ে পড়ি , এবং nostalgic হয়ে পড়ার মুহূর্তটাই আমাদের জীবনের সবথেকে আনন্দের মুহূর্ত। বসন্ত কালে ঠিক যেরকম ভাবে আমরা nostalgic হয়ে যাই , কালবৈশাখী ঝড় এলে ঠিক যেভাবে আমরা ছোটবেলার কথা মনে করি।


অতীতের করা ভুলগুলো আজো আমাদের বুকে ব্যাথা দিয়ে যায় , আমাদের চোখে জল এনে দেয়। সেই জলকে আমরা কখনো চাপতে পারি না। সেই ব্যাথাকে আমরা কখনোই নিবারণ করতে পারি না। অতীতের বোকা আমরা। কারণ আমরা অতীত নিয়ে বেঁচে থাকি। যেহেতু আমরা এই অতীত নিয়েই বেঁচে থাকি তাই আমাদের জীবনের সমস্যা গুলো কখনো যায় না। তাহলে আমরা অতীতের করা ভুল ভ্রান্তিগুলো ভুলে কিভাবে সামনের দিকে এগিয়ে যাবো ? অতীত থেকে আমি কিভাবে বেরিয়ে আসবো। আজ এই প্রশ্নের উত্তর করবো আমি ইনশাল্লাহ।


যে কথা গুলো বলবো আমি সেই কথাগুলো যদি একবার মাথার মধ্যে ঢুকে যায় , আর একবার যদি বুঝে যাও , তাহলেই সম্ভব হ্যা , সত্যিই সম্ভব। আর কোনো চাপ নেই। তো শুরু করছি আমাদের আজকের টপিক।


অতীতের করা ভুলগুলো থেকে পালাতে কেনো চাইছো ? Why ? কি কারণে পালাতে চাইছো হুম? কোথায় পালাতে চাইছো ? আর এই অতীতের ভুল গুলো থেকে পালিয়ে কোথায় যেতে হবে ? অবশ্যই ভবিষ্যতে যেতে হবে Right ? Simple answer. পালিয়ে মানুষ কোথায় যায় এক অতীত থেকে পালিয়ে তো মানুষ অন্য অতীতে যেতে পারে না। তাই না ? অতীত থেকে পালিয়ে হয় বর্তমানে আসতে হবে নয়তো ভবিষ্যতে যেতে হবে। Now আমার প্রশ্ন হলো তুমি পালাতেই বা কেনো চাচ্ছো ? আদৌ কি কোনোদিন পারবে অতীত থেকে পালাতে ? নাকি অতীতকে বহন করে নিয়ে এগিয়ে যেতে হবে? হ্যা বহন করে এগিয়ে যেতে হবে এবং এমনভাবে বহন করবো , যাতে সেটা আমাদের কাছে বোঝা বলে মনে না হয়। তারমানে আমি অতীতকে বহণ করছি আর অতীত আমার কাছে বোঝা হচ্ছে না। এইটা কি করে সম্ভব তাই না? হ্যা এইটারও সমাধান আছে।


অতীতে তুমি যাই করেছো that's call experience. তুমি যা ভুল করেছো সেটাও তোমার experience , তুমি যা ঠিক করেছো সেটাও তোমার experience, learning. তারমানে তুমি অতীত থেকে একগাদা learning এবং experience নিয়ে present আর future এ এগিয়ে চলেছো। তুমি কে? তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কে ? তুমি তোমার একটা নাম বলবে তোমার একটা ঠিকানা বলবে। এই নামটাও তোমার experience. কেনো ? এই নামটা ধরেই তোমাকে তোমার বাবা মা ডেকেছিল , তোমার বন্ধু বান্ধবরা ডেকেছিল তাই তুমি জেনেছিলে , ওহ আচ্ছা আমার নামতো এইটা। যদি ওই নামে কেউ তোমায় নাই ডাকতো , তাহলে কি তুমি বলতে পারতে এইটাই আমার নাম ? বলতে পারতে না। তোমার ওই ঠিকানাটা ভাগ্যিস তুমি জেনেছিলে নইলে ওই ঠিকানাটার কোনো অস্তিত্বই থাকতো না।


ঠিক তেমনভাবে তুমি যেই ভুলটা করেছিলে , যদি সেই ভুলটা না থাকতো তাহলে যদি আমি তোমাকে প্রশ্ন করতাম তুমি কি কি ভুল করেছো ? তুমি কি বলতে পারতে ? যদি বলতাম কি শিখেছো ভুলটা থেকে বলতে পারতে ? তুমি যদি একটা কাজ ঠিক না করতে , তাহলে mature হতে পারতে ? Success কি চিনতে পারতে ? তো তুমি হচ্ছো সেটাই যা তুমি অতীতে করে এসেছো। Now আমি যদি vacuum cleaner দিয়ে তোমার ভেতর থেকে সব স্মৃতি , সব experience ,সব information বের করে নেই , তাহলে তুমি কে ? Who are you? You are nothing. তুমি কেউ না তোমার বলার মতো কোনো গল্প থাকবে না। তোমার কোনো learning থাকবে না , তোমার কোনো experience থাকবে না। যদি এই স্মৃতিগুলো তোমার ভেতরে না থাকে।


তাহলে তুমি কেনো ভাবছো যে শুধু ভালো স্মৃতিই থাকতে হবে ? সবসময় মাথার মধ্যে এটা কেনো ঢোকাও যে , যা হচ্ছে সব ভালো হতে হবে সব ভালো থাকতে হবে ? আমি বেশিরভাগ সময় দেখেছি যে মানুষজন বলে মানুষ এতো খারাপ আমি আশাই করিনি। এই ,তুমি কেনো ভাবো মানুষ খারাপ হবে না ? তুমি ভাবো কেনো এটা যে মানুষ খারাপ হবে না ? তুমি কেনো ভাবো প্রত্যেকটা মানুষ সাধু পুরুষ হবে , তুমি কেনো ভাবো প্রত্যেকটা মানুষ সৎ হবে , তুমি কেনো ভাবো যে এই সমাজে আর চুরি হবে না , তুমি কেনো ভাবো why ? এই ভাবাটা অন্যায়। এইটা কোনোদিনও হবে না। অপরাধ হবেই তার জন্য আইন আছে। আইন তৈরিই হয়েছে এই কারণে। অপরাধ হতেই হবে তাই।


মন তৈরিই হয়েছে এই জন্য যে , মন ভাংতেই হবে তাই। তুমি কেনো ভাবো যে সবাই ভালো হবে ? সব ভালো হবে ? এই পৃথিবীটা স্বপ্নের মতো হবে। স্বপ্নের মতো কিচ্ছু হয় না শুধু স্বপ্নই হয়। হ্যা স্বপ্নের মতো কিছুই হয় না শুধুমাত্র স্বপ্নই হয়। আর যদি এই স্বপ্নটাকে সত্যি করতে হয় তাহলে এই pathetic শক্তিটাকে মেনে এগিয়ে যেতে হবে যে হ্যা , আমার একটা অতীত ছিলো , আমার মতো প্রত্যেকটা মানুষের এমন অতীত আছে , এবং সেই অতীতটাকে প্রত্যেকটা মানুষ বয়ে নিয়ে চলেছে। কেউ কেউ সেই অতীতটাকে বোঝা হিসেবে বয়ে নিয়ে চলেছে , আবার কেউ কেউ সেই অতীতটাকে experience হিসাবে কেউ কেউ learning হিসেবে বয়ে নিয়ে চলেছে।


Now তোমার উপর decision তুমি তোমার অতীতকে কিভাবে বয়ে নিয়ে যাবে। তুমি বোঝা হিসেবে বয়ে নিয়ে চলবে নাকি learning and experience হিসেবে বয়ে নিয়ে চলবে। বলো যে তুমি কি করবে।


আমি জুয়েল ছিলাম তোমাদের সঙ্গে। এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি একটা দারুণ মোটিভেশনাল ব্লগ পড়লে , যেটা থেকে হয়তো আমি আশা করতে পারি তোমার কিছু না কিছু problem এর solution দিতে পেরেছি এই ব্লগের মাধ্যমে। ব্লগটি ভালো লাগলে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে বন্ধুদের সাথে শেয়ার করবা। আর কমেন্ট করে অবশ্যই বলতে পারো এর পর আর কোন টপিক নিয়ে ব্লগ বানাবো। ... >>> আরো পড়ুন 

ধন্যবাদ।

Post a Comment

0 Comments